বাগেরহাটে পুলিশের বাড়িতে ডাকাতির চেষ্টা, আহত ৩

Photo of author

By Jubair Pavel

বাগেরহাটে পুলিশের রেশন স্টোরের ওজন পরিমাপক শেখ লিটন হোসেনের বাড়িতে ডাকাতির চেষ্টা হয়েছে। সশস্ত্র ডাকাত দলের হামলায় লিটন, তার স্কুলপড়ুয়া ছেলে শেখ নাঈমসহ তিনজন আহত হয়েছেন।

 

বাগেরহাটে পুলিশের বাড়িতে ডাকাতির চেষ্টা, আহত ৩

 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে সদর উপজেলার বাদে কাড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সকালে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। ডাকাত দলের সদস্যদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।আহত লিটনকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নাঈমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বাড়িতে ডাকাতির চেষ্টা বাগেরহাটে পুলিশের বাড়িতে ডাকাতির চেষ্টা, আহত ৩

বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, ধারালো অস্ত্রের আঘাত নিয়ে শেখ লিটন হোসেন ও তার ছেলে শেখ নাঈম হাসপাতালে আসে। লিটনের দুই হাত জখম হয়েছে। তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। নাঈম কোমরে আঘাত পেয়েছে।

আহত শেখ নাঈম বলে, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ৭-৮ জনের মুখোশ পরা ডাকাতদল বাড়ির প্রধান ফটক ভাঙার চেষ্টা করে। এ সময় আমার ছোট ভাইয়ের ঘুম ভেঙে যায়। পাশের রুমে থাকা আমার বাবা-মাও ঘুম থেকে জেগে ডাকাত পড়েছে বলে ডাক-চিৎকার দেয়। ডাকাত দল প্রথমে ঘরের সামনের লোহার কলাপসিবল গেটের তালা ভাঙতে না পেরে পেছনের কাঠের দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে নানা ভয়ভীতি দেখায় এবং কাউকে চিৎকার না করে স্বর্ণালঙ্কার, নগদ অর্থ বের করে দেওয়ার হুমকি দিতে থাকে।

আমাদের ঘরের লোকজনের ডাক-চিৎকারে আশপাশের লোকজন রাস্তায় বেরিয়ে পড়ে। এ সময় ডাকাতদল ঘরের মালামাল লুট করতে না পেরে তাদের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে বাবা ও আমাকে এলোপাতাড়ি আঘাত করে পটকা ফাটিয়ে চলে যায়। ডাকাতদল পালিয়ে যাওয়ার সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা একজন ডাকাতদলের দুই সদস্যকে জাপটে ধরলে, তারা তাকে মাথায় আঘাত করে দৌঁড়ে পালিয়ে যায়।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ- উল- হ্সাান বলেন, বাদে কাড়াপাড়া গ্রামে একদল দুর্বৃত্ত অন্তত তিনটি বাড়িতে হানা দেয়। এর মধ্যে পুলিশের রেশন স্টোরের ওজন পরিমাপক শেখ লিটন হোসেনের বাড়ির ঘরের দরজা ভেঙে প্রবেশ করে তার উপর হামলা করেছে। তবে দুর্বৃত্তরা কোনো মালামাল নিতে পারেনি। হামলায় লিটন ও তার ছেলে নাঈম আহত হয়েছেন। লিটনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্বৃত্তদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ।’

 

আরও পড়ুন:

Leave a Comment