বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় চুরির চেষ্টা নস্যাৎ করে প্রায় দুইশ কেজির বেশি তামার তার উদ্ধার করেছে আনসার ব্যাটালিয়নের সদস্যরা। বৃহস্পতিবার ভোরে বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে পরিচালিত এক অভিযানে এ বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করা হয়।
আনসার ব্যাটালিয়নের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভোর পৌনে ৬টার দিকে রামপাল ক্যাম্প এলাকায় সন্দেহজনক কিছু তৎপরতা লক্ষ্য করা হলে সদস্যরা দ্রুত অভিযান শুরু করেন। এ সময় আনসার সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে কেন্দ্রের বি-৯ এলাকা ও জেটি গেটসংলগ্ন স্থানে পাচারের উদ্দেশ্যে গোপনে জড়ো করে রাখা ২০০ কেজিরও বেশি হেভি কপার ক্যাবল এবং একটি তার কাটার যন্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধার করা তামার তারগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা বলে জানিয়েছে আনসার ব্যাটালিয়ন। ধারণা করা হচ্ছে, চোরচক্রটি এগুলো বিদ্যুৎকেন্দ্র এলাকা থেকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র একটি গুরুত্বপূর্ণ স্থাপনা হওয়ায় নিরাপত্তা সংস্থাগুলো এই ঘটনার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। আনসার ব্যাটালিয়নের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “এটি শুধু চুরির ঘটনা নয়, বরং একটি জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার সঙ্গে জড়িত বিষয়। আমাদের সদস্যরা সতর্ক থাকায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।”
তিনি আরও জানান, উদ্ধার হওয়া মালামাল যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, সম্প্রতি রামপাল এলাকায় যে হারে তার ও যন্ত্রাংশ চুরির চেষ্টা হচ্ছে, তাতে নিরাপত্তা জোরদার করা জরুরি হয়ে পড়েছে। এক স্থানীয় ব্যক্তি বলেন, “বিদ্যুৎকেন্দ্র দেশের একটি বড় প্রকল্প। এখানে বারবার চুরির ঘটনা ঘটলে ক্ষতি শুধু টাকার নয়, বিদ্যুৎ ব্যবস্থারও ক্ষতি।”
আনসার ব্যাটালিয়ন জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের চুরি ঠেকাতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে নজরদারি বাড়ানো হবে এবং সন্দেহজনক গতিবিধির ওপর কড়া নজর রাখা হবে।
বিষয়টি নিয়ে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষও সতর্ক অবস্থানে রয়েছে। তারা জানিয়েছে, চোরচক্র যাতে কোনোভাবেই কেন্দ্রের কার্যক্রমে বিঘ্ন ঘটাতে না পারে, সে জন্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১ thought on “রামপাল বিদ্যুৎকেন্দ্রে চুরি ঠেকাতে অভিযান, উদ্ধার দুইশ কেজির বেশি তামার তার”