বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে তামার তারসহ চোরচক্রের দুই সদস্যকে হাতেনাতে আটক করেছে আনসার ব্যাটালিয়ন। রোববার সকালে বিদ্যুৎকেন্দ্রের সিনপ্লেক্স এলাকায় সন্দেহজনক গতিবিধির ওপর নজর রাখার সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আনসার সদস্যরা জানান, অভিযানের সময় দুই ব্যক্তির কাছ থেকে প্রায় ১২০ কেজি বা তিন মণ তামার তার উদ্ধার করা হয়। এ ছাড়াও জব্দ করা হয়েছে একটি তার কাটার যন্ত্র এবং তিনটি মোবাইল ফোন, যা চুরির কাজে ব্যবহারের আলামত হিসেবে তদন্তে যুক্ত করা হয়েছে।
আটক হওয়া দুই যুবক হলেন মোংলা উপজেলার মিঠাখালী এলাকার জালাল শেখের ছেলে মহিদুল শেখ (২৬) এবং রামপাল উপজেলার কাদির খোলা এলাকার মনিরুল শেখের ছেলে হাসিবুর শেখ (২৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিদ্যুৎকেন্দ্র এলাকা থেকে তার চুরি করার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।
৩ নম্বর আনসার ব্যাটালিয়নের অধিনায়ক চন্দন দেবনাথ জানান, “সন্দেহভাজনদের আটক করার পর তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে উদ্ধারকৃত মালামালসহ রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”
স্থানীয়রা বলছেন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র একটি উচ্চ নিরাপত্তাসংবলিত এলাকা হলেও প্রায়ই এখান থেকে মূল্যবান যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটছে, যা উদ্বেগজনক। এক স্থানীয় বাসিন্দা বলেন, “এটা দেশের একটি বড় প্রকল্প। এখানে এমন চুরি হলে বুঝতে হবে নিরাপত্তা ব্যবস্থায় কোথাও না কোথাও ফাঁক আছে।”
পরিসংখ্যানে দেখা গেছে, গত ১১ মাসে আনসার ব্যাটালিয়ন এ বিদ্যুৎকেন্দ্র এলাকায় মোট ৫৫টি অভিযান চালিয়েছে। এসব অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় ৬৬ লাখ ৬২ হাজার ৩০০ টাকার চোরাই মালামাল এবং আটক করা হয়েছে ৪৬ জন অভিযুক্ত চোরাকারবারি।
আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য, এসব চুরির পেছনে সংগঠিত একটি চক্র সক্রিয় রয়েছে, যারা সুযোগ বুঝে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন যন্ত্রাংশ ও কেবল চুরি করছে। এবারের অভিযানের মাধ্যমেও চক্রটির আরও সদস্যকে শনাক্ত করার চেষ্টা চলছে।
এদিকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করতে বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে নজরদারি বাড়ানো হবে এবং গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হবে।
২ thoughts on “রামপাল বিদ্যুৎকেন্দ্র এলাকায় তামার তারসহ দুই যুবক আটক, চুরির চেষ্টা ব্যর্থ”