৩ দিন পর মিললো হেলপারের মরদেহ বাস দুর্ঘটনার

৩ দিন পর মিললো হেলপারের মরদেহ বাস-দুর্ঘটনার,বাগেরহাটের ফকিরহাটে একটি বাস মাছের ঘেরে উল্টে পড়ার তিনদিন পর চালকের সহকারীর মরদেহ-উদ্ধার করেছে পুলিশ।

 

৩ দিন পর মিললো হেলপারের মরদেহ বাস দুর্ঘটনার

 

৩ দিন পর মিললো হেলপারের মরদেহ বাস দুর্ঘটনার

সোমবার সকাল ১০টার দিকে শুভদিয়া গ্রামের একটি মাছের ঘের থেকে তার মরদেহ-উদ্ধার করা হয়। নিহত মো. জুয়েল (৪০) খুলনার রূপসার মহিরবাড়ী এলাকার সেলিম রেজার ছেলে।

শুভদিয়া এলাকায় শুক্রবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাহাত পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণহারিয়ে রাস্তার পাশের একটি মাছের ঘেরে উল্টে পড়ে। এসময় যাত্রীরা অক্ষত অবস্থায় বাস থেকেবের হয়ে যান। রোববার (৮ জানুয়ারি) সন্ধ্যার দিকে ওই ঘের থেকে বাসটি উঠানো হয়।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

সোমবার সকালে ঘেরে একজনের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে মরদেহ- উদ্ধার করার পর তার পরিচয় জানা যায়।

 

৩ দিন পর মিললো হেলপারের মরদেহ বাস দুর্ঘটনার

 

আরও পড়ুন:

Leave a Comment