বনবিভাগের সাতজন আহত সুন্দরবনে জেলেদের হামলায়,মোংলার সুন্দরবনের ডলফিন অভয়ারণ্যে মাছ শিকারে বাধা দেওয়ায় বনবিভাগের সাত কর্মকর্তা কর্মচারীকে মারধর করে আহত করেছেন জেলেরা। এসময় এক জেলেকে আটক করেছে বনবিভাগ। এ ঘটনায় বনবিভাগের পিওআর (প্রসিকিউশন ওপেনস রিপোর্ট) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বনবিভাগের সাতজন আহত সুন্দরবনে জেলেদের হামলায়
বুধবার বিকেল ৫টার দিকে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে এ ঘটনা ঘটে। বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন রেঞ্জের সহকারী বনসংরক্ষক শেখ মাহবুব হাসান। তিনিও হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন।
বনসংরক্ষক জানান, বনের নন্দবালা, আন্ধারমানিক ও শ্যালা অভয়ারণ্য (নিষিদ্ধ) এলাকায় বুধবার বিকেলে তিনিসহ সাতজন স্টাফ স্পিডবোট নিয়ে টহলে যান। তখন নিষিদ্ধ ডলফিন অভয়ারণ্যে কারেন্ট জাল ফেলে মাছ শিকার করছিলেন জেলেরা। এসময় জেলেদের মাছ শিকারে বাধা

দিলে তারা সংঘবদ্ধ হয়ে বনবিভাগের কর্মকর্তা কর্মচারীদের ওপর হামলা চালায়। জেলেদের নৌকায় থাকা দা, লাঠি ও বৈঠা দিয়ে অভিযানকারীদের ওপর হামলা চালালে চাঁদপাই রেঞ্জের স্টেশন অফিসার খলিলুর রহমান, বোটম্যান শেখ মোতালেব, বনরক্ষী মো. তুহিন, সুলতান মাহমুদ মঞ্জু, সেলিম সরদার ও স্পিডবোট চালক মঞ্জু রানা আহত হন। আহতরা রেঞ্জ কার্যালয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
হামলাকারী জেলেরা হলেন, নয়ন খাঁ, শয়ন খাঁ, আমিরুল খাঁ, এনামুল, লিটন, আলমামুন, রিয়াজুল খা, মারুফ খা, তিতুমীর খা ও শহীদ। হামলাকারীদের সঙ্গে অজ্ঞাতপরিচয় আরও ২০/২২ জন জেলে ছিলেন। সবার বাড়ি মোংলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকায় বলে জানা গেছে। তাদের মধ্যে হামলার নেতৃত্বে থাকা মাসুম বিল্লাহকে রাতে আটক করেছে বনবিভাগ। বাকিদের আটকে অভিযান চলছে।
এ ঘটনায় ২২ জনের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান সহকারী বনসংরক্ষক মাহবুব হাসান।

আরো পড়ুন :
১ thought on “বনবিভাগের সাতজন আহত সুন্দরবনে জেলেদের হামলায়”