বাগেরহাটের ফকিরহাট উপজেলা থেকে শমসের আলী ফকির (৩৫) নামে ছয় মাসের এক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার হোচলা গ্রামের একটি বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
বাগেরহাটে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

গ্রেফতার ফকির শমসের আলী ফকিরহাট উপজেলার সাতশিকা গ্রামের জব্বার আলী ফকিরের ছেলে। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম আলমগীর কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হোচলা গ্রামের হামিদ শেখের বাড়ীতে অভিযান চালিয়ে ছয় মাসের সাজাপ্রাপ্ত শমসের আলী ফকিরকে গ্রেফতার করা হয়। তিনি ওই বাড়ীতে আত্মগোপনে ছিলেন। রবিবার সকালে গ্রেফতার শমসের আলী ফকিরকে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

আরও পড়ুন: