বাগেরহাটে চার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

Photo of author

By Jubair Pavel

শিক্ষার্থীদের সড়ক অবরোধ – বাগেরহাটে মেডিকেল অ্যাসিস্টান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-বর্জন করে আন্দোলন করছেন।

 

বাগেরহাটে চার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

 

বৃহস্পতিবার দুপুরের দিকে শিক্ষার্থীরা বাগেরহাট-খুলনা মহাসড়কে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে। এতে ওই সড়কে প্রায় আধাঘণ্টা ধরে যানবাহন চলাচল বন্ধ থাকে। এসময় সড়কের দুই পাশে যানজট তৈরি হয়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

 

শিক্ষার্থীদের সড়ক অবরোধ বাগেরহাটে চার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

 

সড়ক অবরোধ চলাকালে বক্তব্য রাখেন- বাগেরহাট ম্যাটসের সভাপতি মো. রইচউদ্দীন হৃদয়, শিক্ষার্থী মো. হাসিব বাবু, মো. সাকিল ও হিম প্রমুখ। এসময় দ্রুত সময়ের মধ্যে দাবি না মেলে নিয়ে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচীর ঘোষণা দেন রইচউদ্দীন হৃদয়।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

ম্যাটস শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে, অনতিবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল অ্যাডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টি ও অনতিবিলম্বে নিয়োগ দেওয়া।

 

আরও পড়ুন:

Leave a Comment