বাগেরহাটে পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা কিশোরী আটকের খবর দিয়ে শুরু করছি বাগেরহাট জেলা নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

Table of Contents
বাগেরহাটে পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা কিশোরী আটক | সারা সপ্তাহের খবর
বাগেরহাটে পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা কিশোরী আটক
বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় থেকে ১৫ বছর বয়সী এক রোহিঙ্গা কিশোরীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ওই কিশোরীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আটক কিশোরী কক্সবাজারের টেকনাফ উপজেলার জাদিমুরা ক্যাম্পের এক রোহিঙ্গা শরণার্থীর মেয়ে। সে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের মো. খোকন ও সাদিয়া বেগমের মেয়ে পরিচয়ে জন্মনিবন্ধন তৈরি করে পাসপোর্টের আবেদন করেছিল।
নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার পরিদর্শন
বাগেরহাটে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে বাগেরহাট শহরের প্রধান মাছ, মাংস, সবজি, চাল ও ফলের বাজার পরিদর্শণ করেন তিনি।
মোংলায় বিদেশি সিগারেটসহ যুবক আটক
বাগেরহাটের মোংলায় ৯৫০ প্যাকেট বিদেশি সিগারেটসহ রহমত উল্লাহ হাওলাদার ওরফে সুজন (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩১ মার্চ) রাতে শহরতলীর কানাইনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।
বাগেরহাট জেলা যুবদলের সাধারণ সম্পাদক গ্রেফতার
বাগেরহাট জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজা উদ্দিন মোল্লা সুজনকে (৪২) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (৩০ মার্চ) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আছাদুল ইসলাম তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, প্রাণ গেল হেলপারের
বাগেরহাটের ফকিরহাটে দাঁড়িয়ে থাকা একটি কয়লাবোঝাই ট্রাকের পেছনে পাথরবোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (৩০ মার্চ) দিবাগত রাত রাত ১২টা ২০ মিনিটের দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফলতিতা মৎস্য আড়ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাত বেঁধে যুবককে ২২ ঘণ্টা নির্যাতন, সাদা কাগজে সই করে মেলে মুক্তি
বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নে ব্যাটারিচালিত অটোরিকশার জন্য শেখ আব্দুল্লাহ (২৫) নামের এক যুবকের হাত বেঁধে ২২ ঘণ্টা ধরে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের পর সাদা কাগজে স্বাক্ষর তার রেখে বিষয়টি কাউকে না জানানোর শর্তে ছেড়ে দেওয়া হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নির্যাতনের একটি ভিডিও ছড়িয়ে পড়লে তৎপর হয় পুলিশ। ২ মিনিট ৪৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, এক যুবকের হাতে দড়ি দিয়ে গাছে বেঁধে নির্যাতন করতে দেখা গেছে। এ সময় আরেকজন এসে ওই যুবকের পায়ের ওপর পা রেখে চাপ দিতে থাকেন। কিছু সময় পর এক ব্যক্তি একটি লাঠি দিয়ে ওই যুবকের পায়ের তালুতে মারতে থাকেন।
প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ আদায়কালে নারীসহ গ্রেফতার ৪
বাগেরহাটের মোল্লাহাটে নারীকে দিয়ে প্রেমের ফাঁদে ফেলে এক যুবককে এনে দেড় লাখ টাকা মুক্তিপণ আদায় চেষ্টাকালে ওই নারীসহ জড়িত আরও তিন যুবককে হাতেনাতে আটক করেছে মোল্লাহাট থানা পুলিশ। উপজেলার কামারগ্রাম এলাকা থেকে সোমবার (২৭ মার্চ) ভোর রাতে ভিকটিমকে উদ্ধার ও মুক্তিপণ আদায় চেষ্টায় জড়িতদের আটক করা হয়।

প্রথমবারের মতো মোংলা বন্দরে ভিড়লো ৮ মিটার গভীরতার জাহাজ
প্রথমবারের মতো মোংলা বন্দরের জেটিতে ভিড়েছে আট মিটার গভীরতার কোনও বিদেশি জাহাজ। সোমবার (২৭ মার্চ) বিকাল ৫টায় ৬ নম্বর জেটিতে সিঙ্গাপুর পতাকাবাহী ‘এমভি মার্কস ইয়ামেন’ জাহাজটি নোঙর করে। জাহাজটিতে পণ্য নিতে ১৭৯টি খালি কন্টেইনার এসেছে।
আরও দেখুনঃ
২ thoughts on “বাগেরহাটে পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা কিশোরী আটক | সারা সপ্তাহের খবর”