দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বাগেরহাটে

দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বাগেরহাটে,বাগেরহাটে পৃথক স্থান থেকে সুজন সিকদার (১৬) ও অনিক অধিকারী (১৮) নামের দুই-শিক্ষার্থীর মরদেহ-উদ্ধার করা হয়েছে।

 

 দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বাগেরহাটে

 

দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বাগেরহাটে

রোববার  বিকেলে মোল্লাহাট ও ফকিরহাট উপজেলা থেকে এ দুই-শিক্ষার্থীর মরদেহ-উদ্ধার করা হয়।

মোল্লাহাট থেকে উদ্ধার হওয়া সুজন সিকদার মোল্লাহাট উপজেলার গাড়ফা গ্রামের মিঠু শিকদারের ছেলে। সে মোল্লাহাট সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

ফকিরহাট থেকে উদ্ধার অনিক অধিকারী উপজেলার বেতাগা ইউনিয়নের কুমারখালী গ্রামের আতুল অধিকারীর ছেলে। তিনি টাউন নওয়াপাড়া শহীদ স্মৃতি-ডিগ্রি কলেজের একাদশ শেণির ছাত্র ছিলেন।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

বিকেলে ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের কুমারখালী সাকিন এলাকার জনৈক পতিত অধিকারীর মৎস্য ঘের থেকে অনিকের অর্ধগলিত মরদেহ-উদ্ধার করে পুলিশ। ২২ জানুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন। ধারণা করা হচ্ছে, কেউ তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে পালিয়ে গেছেন।

অন্যদিকে সকালে গাড়ফা গ্রামে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে সুজন শিকদারের মরদেহ-উদ্ধার করেন পরিবারের লোকজন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী এস এম আশরাফুল আলম বলেন, মোল্লাহাট থানা পুলিশ নিহতের মরদেহ-উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বাগেরহাটে

 

আরো পড়ুন :

 

২ thoughts on “দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বাগেরহাটে”

Leave a Comment