জেলের মৃত্যু মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে আহত

জেলের-মৃত্যু মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে আহত,সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের-আক্রমণে আহত অনুকুল গাইন (৩০) মারা গেছেন। শুক্রবার  রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

জেলের মৃত্যু মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে আহত

 

জেলের মৃত্যু মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে আহত

সুন্দরবন পূর্ব বনবিভাগের জিউধারা স্টেশন মোংলা কর্মকর্তা মো. শাহজাহান জানান, শনিবার সকালে তার মরদেহ আমুরবুনিয়ার বাড়িতে পৌঁছায়। পরে বেলা সোয়া ১১টার দিকে শেষকৃত্য সম্পন্ন হয়।

২৭ জানুয়ারি সুন্দরবনে সুদীরেরচিলা খালে মাছ ধরতে গিয়ে বাঘের-আক্রমণের শিকার হন তিনি। তাকে উদ্ধার করে প্রথমে মোড়েলগঞ্জ উপজেলা-স্বাস্থ্য কমপ্লেক্সে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। একই দিন উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে টানা ২১ দিন চিকিৎসাধীন থেকে শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

অনুকুল গাইন আমুরবুনিয়া গ্রামের মৃত মুকুন্দ গাইনের ছেলে। ১৫ বছর আগে মুকুন্দ গাইন মারা যান। বাবার মৃত্যুর পর অনুকুল বৃদ্ধা মাকে নিয়ে জীবনযাপন করে আসছিলেন।

 

জেলের মৃত্যু মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে আহত

 

আরও পড়ুন:

১ thought on “জেলের মৃত্যু মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে আহত”

Leave a Comment