বাড়ি থেকে বের করে নারীকে কুপিয়ে হত্যা

Photo of author

By Jubair Pavel

বাগেরহাটের মোংলায় এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যার দিকে মাকড়ঢোন এলাকায় ঘটে এ ঘটনা। হত্যাকাণ্ডের জন্য তন্ময় মণ্ডল (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ করেছে নিহতের পরিবার। তবে তাকে এখনো আটক করতে পারেনি পুলিশ।

 

বাড়ি থেকে বের করে নারীকে কুপিয়ে হত্যা

নিহতের পরিবার ও পুলিশ জানায়, সন্ধ্যা সোয়া ৭টার দিকে পৌর শহরের মেছের শাহ সড়কের বাসিন্দা সুনীল মল্লিকের বাড়ি যান তন্ময় মণ্ডল। তিনি সেখানে তাকে খুঁজতে থাকেন। এসময় সুনীলের স্ত্রী সবিতা মল্লিক জানান তিনি বাড়ি নেই।

নারীকে কুপিয়ে হত্যা বাড়ি থেকে বের করে নারীকে কুপিয়ে হত্যা

তখন তন্ময় তাকে রাস্তায় এগিয়ে দেওয়ার জন্য বললে সবিতা মল্লিক এগিয়ে দিতে যান। এসময় বাড়ির পুকুর পাড় পর্যন্ত গেলে তন্ময় দা দিয়ে কুপিয়ে সবিতাকে পাশের ডোবায় ফেলে দেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মৌসুমি ইয়াছমিন বলেন, রক্তক্ষরণ ও পানিতে ফেলে দেওয়ায় ডুবে তার মৃত্যু হয়েছে। অভিযুক্ত তন্ময় মাকড়ঢোনের কালিপদ মণ্ডল ওরফে কালুর ছেলে। তন্ময় পেশায় একজন ইজিবাইক চালক। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, এটা একটি হত্যাকাণ্ড। হত্যাকারীকে আটকে আমরা মাঠে রয়েছি। তবে প্রাথমিকভাবে এ হত্যাকাণ্ডের কোনো ক্লু পাওয়া যায়নি। হত্যাকারীকে ধরা গেলে রহস্য উদঘাটন করা সম্ভব।

 

আরও পড়ুন:

Leave a Comment