কয়লা সংকটে বন্ধ হয়ে থাকা বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র ফের উৎপাদনে ফিরতে যাচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যেই বিদ্যুৎ উৎপাদন শুরু করা সম্ভব হবে।
বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, ইন্দোনেশিয়া থেকে আমদানি করা কয়লার একটি চালান ইতোমধ্যে রামপালে পৌঁছেছে। চট্টগ্রাম বন্দর থেকে লাইটার জাহাজে করে প্রায় ৯ হাজার মেট্রিক টন কয়লা কেন্দ্রে আনা হয়েছে। এ ছাড়াও আরও ১০ হাজার ২০০ মেট্রিক টন কয়লা লাইটারে করে নিয়ে আসা হচ্ছে।
এদিকে বিদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি বসুন্ধরা ইমপ্রেস’ আগামী মঙ্গলবার বিকেলে মোংলা বন্দরে ভিড়বে। জাহাজটিতে থাকবে আরও ৩০ হাজার মেট্রিক টন কয়লা। মোংলাতে খালাস শেষে সেই কয়লা ধাপে ধাপে লাইটার জাহাজে করে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছানো হবে। সব কয়লা হাতে পেলেই উৎপাদন শুরুর প্রস্তুতি শেষ হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রামপাল প্রকল্পে দুটি ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট। এর মধ্যে একটি ইউনিটের সক্ষমতা ৬৬০ মেগাওয়াট। পূর্ণ সক্ষমতায় চালু রাখতে প্রতিদিন প্রায় ৫ হাজার মেট্রিক টন কয়লার প্রয়োজন হয়। তবে বাস্তবতায় ইউনিটটি পুরো ক্ষমতায় নয়, বরং আংশিক সক্ষমতায় চালু রাখা হয়।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল কয়লার অভাবে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগেও কয়লা সংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে একাধিকবার এই কেন্দ্রের উৎপাদন ব্যাহত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বলেন, “স্বল্প সময়ের মধ্যেই বাকি কয়লা কেন্দ্রে এসে পৌঁছাবে। সব ঠিকঠাক থাকলে সপ্তাহখানেকের মধ্যেই আবার বিদ্যুৎ উৎপাদন শুরু করা যাবে।”
তিনি আরও জানান, কয়লা মজুত বাড়ার সঙ্গে সঙ্গে ধাপে ধাপে উৎপাদন স্বাভাবিক করার পরিকল্পনা রয়েছে।