বাগেরহাটের ডিসি ও সিভিল সার্জনের অপসারণ দাবিতে বিক্ষোভ

Photo of author

By Jubair Pavel

ডিসি ও সিভিল সার্জনের অপসারণ দাবি – বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান ও সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। রোববার (২৭ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সচেতন বাগেরহাটবাসীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। দাবির পক্ষে একাত্মতা ঘোষণা করে জেলা বিএনপি, যুবদল, শ্রমিক দল ও মহিলা দলের নেতাদের কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

 

বাগেরহাটের ডিসি ও সিভিল সার্জনের অপসারণ দাবিতে বিক্ষোভ

 

মানববন্ধনে বক্তব্য দেন, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহমেদ মালেক, মেহেবুবুল হক কিশোর, হাদিউজ্জামান হিরো, জেলা যুবদলের সাবেক সভাপতি তারিকুল ইসলাম, বিএনপি নেতা মাহবুবুর রহমান টুটুল, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, সাধারণ সম্পাদক নার্গিস আক্তার ইভা প্রমুখ।

 

ডিসি ও সিভিল সার্জনের বাগেরহাটের ডিসি ও সিভিল সার্জনের অপসারণ দাবিতে বিক্ষোভ

 

কর্মসূচি থেকে জেলা প্রশাসককে ৭২ ঘণ্টার মধ্যে বাগেরহাট ছেড়ে যাওয়ার আলটিমেটাম দেওয়া হয়। তা না হলে আরও অনেক বড় কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

প্রসঙ্গত, বৃহস্পতিবার বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয়ে এক টিকা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসানের উপস্থিতিতে বক্তব্যের শেষে জয় বাংলা স্লোগান দেন সিভিল সার্জন ডা. মো. জালাল উদ্দিন আহম্মেদ। বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সিভিল সার্জেনের অপসারণের দাবিতে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা।

 

আরও পড়ুন:

Leave a Comment