ঐতিহাসিক ঘোড়াদিঘির পাড়ের শতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

Photo of author

By Jubair Pavel

বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ লাগোয়া ঘোড়াদিঘির পাড়ে লাগানো শতাধিক নারকেল, সজনে ও পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

 

ঐতিহাসিক ঘোড়াদিঘির পাড়ের শতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

 

গেল ১৬ সেপ্টেম্বর রাতের কোনো এক সময় দিঘিটির পাড়ে লাগানো গাছগুলো বিনষ্ট করা হয়। এ ঘটনায় মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বাগেরহাট সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। দিঘির সংরক্ষিত পুরাকীর্তি বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ক্যাম্পাসের অংশ। তিন বছর আগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এর পাড়ে ৫০টি নারকেল গাছ, সম্প্রতি ৬১টি পেঁপে গাছ আর বেশ কিছু সজনে গাছ রোপণ করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর।

 

গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ঐতিহাসিক ঘোড়াদিঘির পাড়ের শতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

 

বুধবার বিকেলে বাগেরহাট জাদুঘরের কাস্টোডিয়ান মো. যায়েদ বলেন, বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ লাগোয়া ঘোড়াদিঘিটির আয়তন ৪০ একর। ১৫ শতকে এ দিঘিটি খনন করেছিলেন হজরত খানজাহান (রহ.)। দেশি-বিদেশি হাজারো পর্যটক নিয়মিত মসজিদ-দিঘিসহ খানজাহান (রহ.) এর নির্মিত অনন্য সব পুরাকীর্তি দেখতে আসেন বাগেরহাটে। এখানে দিঘি ও এর পাড়ে বসে মুগ্ধ হন তারা।

মূলত সৌন্দর্য বর্ধনের জন্য এ দিঘিটির চারপাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়েছিল। নিয়মিত পরিচর্যায় নারকেল গাছগুলো বড় হতে শুরু করে, পেঁপে গাছে ফল ধরে। হঠাৎ গত ১৬ সেপ্টম্বর রাতে দিঘির দক্ষিণ পাড়ের নারকেল ও পেঁপে গাছগুলো কেউ বিনষ্ট করেছে। এ ঘটনায় আমরা বিস্মিত। এমন ঘটনা আগে কখনো ঘটেনি। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। স্থানীয় থানায় লিখিত অভিযোগ দিয়েছিl কে বা কারা কেন এমন শত্রুতা দেখালো- বিষয়টি নিয়ে সন্দিহান পুলিশ ও প্রত্নতত্ত্ব অধিদপ্তর।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

তবে সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, এর সঙ্গে স্থানীয় কিছু বাসিন্দা জড়িত থাকতে পারে। তারা ক্যাম্পাসে অবাধে যাতায়াত করতে চায়। তা না পারার জেরে রাতের আঁধারে দেয়াল টপকে ভেতরে ঢুকে গাছ নষ্ট করেছে। বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

আরও পড়ুন:

Leave a Comment