কৃষককে কুপিয়ে হত্যা বাড়ি ঢুকে বাগেরহাটে,বাগেরহাটের কচুয়ায় পূর্ব শত্রুতার জেরে মো. মোজাহার মোল্লা (৬০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার সকালে কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের আলিপুর গ্রামে ওই কৃষকের বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

কৃষককে কুপিয়ে হত্যা বাড়ি ঢুকে বাগেরহাটে
এ সময় প্রতিপক্ষের হামলায় নিহতের পরিবার ৯রে জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে নিহত ও তার স্বজনদের তিনটি বসতবাড়ি। নিহত মো. মোজাহার মোল্লা আলিপুর গ্রামের মৃত জোনাব আলী মোল্লার ছেলে।
পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ঢাল, সরকি ও রামদাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
আলিপুর গ্রামের প্রভাবশালী রাসেল শেখ ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান মোল্লার সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি স্থানীয়দের। এর আগে হামলাকারীরাই হাফিজুর রহমান মোল্লাকে মারধর করেছিল। ওই হামলায় পঙ্গু হয়ে গেছেন হাফিজুর
রহমান মোল্লা।

